আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী। এইচএসসি পর্যন্ত আমি বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছি। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের অফলাইনে সকল বিষয়ে টিউশন করাই।
আমি বিশ্বাস করি, একজন শিক্ষার্থীর জন্য সবচেয়ে প্রয়োজন বিষয়গুলো ভালোভাবে বোঝা এবং প্রতিদিন নিয়মিত চর্চা করা। আমি ধৈর্য ধরে সহজ ভাষায় বুঝিয়ে পড়াই এবং শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী সৃজনশীলভাবে গাইড করার চেষ্টা করি।
✅ শ্রেণি: ৬-১০
✅ বিষয়সমূহ:
🔹 ৬-৮ শ্রেণি: সকল বিষয় (বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ইসলাম শিক্ষা ইত্যাদি)
🔹 ৯-১০ শ্রেণি:
– পদার্থবিজ্ঞান (Physics)
– রসায়ন (Chemistry)
– জীববিজ্ঞান (Biology)
– উচ্চতর গণিত (Math)
– তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT)
✅ পাঠদান পদ্ধতি: অফলাইনে (বাসায় গিয়ে বা নির্দিষ্ট স্থানে)
📌 সততা, নিয়মিততা এবং ফলাফলের উন্নয়নই আমার প্রধান লক্ষ্য। শিক্ষার্থীর উন্নতির জন্য আমি আন্তরিকভাবে পরিশ্রম করি, যেন সে আত্মবিশ্বাসের সঙ্গে তার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারে।